অধ্যক্ষের বাণী
সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহ তা’আলার যিনি মানুষকে সৃষ্টি করেছেন এবং জ্ঞানদান করেছেন। শিক্ষা জাতির মেরুদন্ড। সুশিক্ষা জাতিকে সঠিক দিক নির্দেশনা ও উন্নতির শিখরে পেঁৗছায়, শেখায় সুন্দর ভাবে বাঁচতে ও বাঁচাতে। একটি দক্ষ ও সুশিক্ষিত জাতি গঠনে শিক্ষার বিকল্প নেই। শিক্ষার্থী প্রজন্মের চারপাশে বিরাজমান অসংখ্য নেতিবাচক বাস্তবতাকে পাশ কাটিয়ে আমরা আমাদের কাঙ্খীত লক্ষ্যে পেঁৗছাতে চাই। আর এর জন্য সু—নির্দিষ্ট দিকনির্দেশনা ও শৃঙ্খলার প্রয়োজন প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে। শিক্ষার্থীদের ভাল ফলাফল অর্জন করার জন্য প্রসপেক্টাস এন্ড একাডেমিক ক্যালেন্ডারে উল্লেখিত বিষয়ভিত্তিক পাঠ পরিকল্পনা ও নির্দেশনা ছাত্রীদের পরীক্ষাসমূহের পাঠপ্রস্তুতিতে বিশেষ ভূমিকা পালন করবে আশা রাখি।
নারী শিক্ষা প্রসারের লক্ষ্যে ১৯৯৯ ইং সালে শিক্ষা নগরী রাজশাহী বিভাগীয় শহরের প্রাণকেন্দ্র অবস্থিত রাজশাহীর জনবহুল আবাসিক এলাকায় উপশহর মহিলা কলেজ রাজশাহী প্রতিষ্ঠিত হয়। কলেজে সকলের অনেক ত্যাগের মধ্যদিয়ে কলেজটি উন্নতির দিকে এগিয়ে চলেছে। এই প্রতিষ্ঠান প্রতিষ্ঠালগ্ন থেকেই দক্ষ শিক্ষকমন্ডলির পরিশ্রমে শিক্ষার্থীদের জ্ঞানদানের পাশাপাশি তাদের শারীরিক ও মানসিক উৎকর্ষতা বৃদ্ধির জন্য শিক্ষাকার্যক্রম ছাড়াও ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করে। আমার বিশ্বাস প্রতিষ্ঠানের নিয়ম—শৃঙ্খলা ও সু—নির্দিষ্ট নির্দেশনা যথাযথভাবে অনুসরণপূর্বক সংশ্লিষ্ট সকল পক্ষের দায়িত্বশীলতা ও সহযোগীতা পেলে এই শিক্ষা প্রতিষ্ঠান একদিন বাংলাদেশের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানগুলির অন্যতম হবে।





